সন্দেশখালির ভাইরাল হওয়া ভিডিও চক্রান্ত, দাবি বিজেপির, মারধোর তৃণমূল নেতাকে

 "সন্দেশখালির ভাইরাল হওয়া ভিডিও চক্রান্ত, দাবি বিজেপির, মারধোর তৃণমূল নেতাকে।


THE BENGALEE 


সন্দেশখালি র ভাইরাল ভিডিও আসলে চক্রান্ত।এ বিষয়ে সন্দেশখালি থানার সামনে বিজেপি কর্মী সমর্থকরা থানা ঘেরাও কর্মসূচি নেন।বিজেপি নেতৃত্বের অভিযোগ  মিথ্যা ভাবে তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ মল্লিক চক্রান্ত করে এই ফেক ভিডিও বানিয়েছে। 



ভিডিও সংক্রান্ত এই অভিযোগ নিয়ে ওই তৃণমূলের নেতা ও একজন কর্মীকে মারধর করেন স্থানীয় মহিলারা। 



জানাগেছে স্থানীয় একটি জায়গায় বৈঠক করছিলেন তৃণমূল নেতৃত্ব, উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়কও। সেই সময় তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান ও মারধোর করেন মহিলারা।




ভিডিও টি কোনো চক্রান্ত নয়, চক্রান্ত বিজেপি করেছিলো ওই ভিডিও তে তার প্রমাণ হয়েগেছে দাবি তৃণমূল নেতার।


Post a Comment

0 Comments