*মাধ্যমিকে তাক লাগাল সুন্দরবনের রিয়াজ ও ইভানা।*
THE BENGALEE
মাধ্যমিকের মেধাতালিকায় স্থান না পেলেও চমক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার হাসনাবাদের চকপাটলী হাইস্কুলের রিয়াজ হোসেন মোল্যা ও ইভানা নাসরিন সুলতানা। দুজনেরই প্রাপ্ত নাম্বার ৬৫৩।
প্রত্যন্ত এলাকায়, এখানে না আছে কোন লাইব্রেরি, ঠিক তেমনভাবে এলাকায় সাক্ষরতার হারও খুব বেশি নেই। এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে মাধ্যমিক পরীক্ষায় ৯৩.৩ শতাংশ নাম্বার পেয়ে এলাকায় রীতিমতো সাড়া ফেলল রিয়াজ ও ইভানা। চকপাটলি হাইস্কুল থেকে যুগ্মভাবে ৯৩.৩ শতাংশ নম্বর পেয়ে । ইভানার বাবা পেশায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক।
THE BENGALEE
হাসনাবাদের পাটলিখানপুর এলাকায় এক ঘরে বসবাস রিয়াজের। বাবা লিয়াকাত হোসেন মোল্যার রাস্তার পাশে ছোট্ট একটি মুদিখানার দোকান আছে। আর তা দিয়েই নিজের সামান্য উপার্জনে কঠোর পরিশ্রমে কোনো রকম দুই ছেলে মেয়েকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এ বছর মাধ্যমিকে চকপাটলি হাইস্কুল (উঃ মাঃ) বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিল রিয়াজ। রিয়াজের প্রাপ্ত নম্বর ৬৫৩। যার মধ্যে গণিতে ৯৮, ভূগোলে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৬, ভৌতবিজ্ঞানে ৯৪, বাংলা ও ইতিহাস উভয় বিষয়েই ৯২ এবং ইংরেজিতে ৮৪ নম্বর তুলেছে সে।
ছোট থেকেই গণিত ও বিজ্ঞান বিষয়কে ভালোবাসে রিয়াজ। পরবর্তীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে সে চিকিৎসক হতে চায়। কিন্তু বাদ সাধছে আর্থিক অবস্থা। চোখ মুখে একরাশ স্বপ্ন নিয়ে প্রত্যন্ত এলাকায় নিজেকে মেলে ধরলেও তবে কি আর্থিক সঙ্গতি কাটিয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবে সে! যা নিয়ে এক চাপা উৎকন্ঠায় রিয়াজ ও পরিবার।
0 Comments